ফেনী প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফেনীর ১১ শহীদের স্মরণে ‘জুলাই-২৪’ শহীদ চত্বরের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে শহরের সদর হাসপাতাল মোড় এলাকায় একরাম চত্বরের স্থানে এটির পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, স্থানীয় সরকার চালক মন্ত্রণালয়ের মোহাম্মদ বাতেন, শহীদ পরিবারের সদস্য ও ছাত্র। প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ। জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে মহিপালে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা নির্বিচারে গুলি চালায়। এতে ৯ জন প্রাণ হারান। এ ছাড়া ফেনীর আরও দুই শহীদ ঢাকায় ও চাঁদপুরে প্রাণ হারান। ১১ শহীদের স্মৃতিকে ধরে রাখতেই এই চতুর তৈরি করা হয়েছে।