কুমিল্লা নাঙ্গলকোটে প্রতিপক্ষের হাতে খুন হলো আলাউদ্দিন মেম্বার।
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে রবিবার প্রতিপক্ষের হাতে খুন হলো আলাউদ্দিন মেম্বার।
নিহতের স্বজন ও এলাকা বাসীর সাথে কথা বলে জানা যায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হাতে খুন হলো বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আলাউদ্দিন (৫৫)। নিহত আলাউদ্দিন বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
নাঙ্গলকোট উপজেলার আলিয়ারা গ্রামে দীর্ঘদিন থেকে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো যা যুগের পর যুগ বিরাজ মান। সামান্য অজুহাতেই এই দুই পক্ষ একে অপরের সাথে মারামারি দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে পড়ে।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আলিয়ারা গ্রাম কে দ্বিতীয় ব্রাহ্মণবাড়িয়া হিসেবে আখ্যায়িত করেছেন।
রবিবার দুপুরে আলাউদ্দি মেম্বার তার চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে আগে থেকে ওতপেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে নিয়ে যায় এবং প্রায় ১০ কিলোমিটার দূরে চান্দাশ এলাকায় নিয়ে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি হত্যার সাথে জড়িত সকল আসামিদেরকে দ্রুত গ্রেফতারের অভিযান চালিয়ে যাবেন বলে আস্বস্ত করেন।