সাউথ আফ্রিকা জোহানেসবার্গ সিটিতে বাংলাদেশ হাইকমিশন এর উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন।
বর্ণাঢ্য আয়োজনে জোহানেসবার্গ সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত নববর্ষ উদযাপিত অনুষ্ঠানটি বাঙালিদের মিলন মেলায় পরিনত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ আফ্রিকায় নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনার,কর্মকর্তাগণ ও জোহানেসবার্গের প্রতিষ্ঠিত ব্যবসায়ীসহ সকল প্রবাসী বাংলাদেশী।
বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক ব্যক্তিত্ব জোহানেসবার্গের প্রতিষ্ঠিত ব্যবসায়ী কুমিল্লা চৌদ্দগ্রাম গুনবতীর কৃতি সন্তান জনাব সাহাদাত হোসাইন অনুষ্ঠানে উপস্থিত সকল প্রবাসীদের পক্ষথেকে এমন সুন্দর আয়োজনের জন্য হাইকমিশনার কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি আশা ব্যাক্ত করেন আগামীতে এমন অনুষ্ঠানের আয়োজন চলমান থাকলে সকল প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটি দৃঢ় বন্ধনে পরিনত হবে ইনশাআল্লাহ।
পাশাপাশি একে অন্যের সাহায্যে এগিয়ে আসার পথ সুগম হবে। দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশীকে ১৪৩২ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
নানান আয়োজন উৎসহ উদ্দীপনা ফটোসেশান পর্ব শেষে নববর্ষ ১৪৩২ উদযাপন অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।