নিজস্ব প্রতিবেদক:
ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি মাজহারুল ইসলাম ফাহিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অত্র স্কুল স্টুডেন্টস এসোসিয়েশনের সেক্রেটারী রোজাই জামান অন্তর ও সহ-সভাপতি ইরতেজা আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের অভিভাবক প্রতিনিধি কফিল উদ্দিন মামুন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা আরজুমান।এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, এই স্কুলটি গড়ে উঠার পেছনে সকল প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় প্রশাসনের অবদানের কথা আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি চাইবো তাদের অবদানের ধারাবাহিকতায় এই স্কুলটি আগামীতে আমাদের হাত ধরে এগিয়ে যাবে। সেবিষয়ে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। যে ব্যক্তি শৃঙ্খলা মানে না তার জীবন সুন্দর হয় না। আগামী দিনে শৃঙ্খলার সহিত সকল যৌক্তিক দাবির সাথে জেলা প্রশাসন ফেনীবাসীর সাথে থাকবো। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা নাচ-গান ও নৃত্য পরিবেশন করেন। এ মিলনমেলার আয়োজক ও ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি মাজহারুল ইসলাম ফাহিম বলেন, এ আয়োজনে ব্যাপক সাড়া পাওয়া আমাদের জন্য প্রেরণাদায়ক।