ভিকটিম শিশুটির দাদি ও দাদা ফেনীর খবর প্রতিনিধি কে জানান পবিত্র ঈদের দিন আসরের নামাজের সময় তাদের ৭ বছর বয়সী নাতনি আরো এক শিশুসহ প্রতিদিনের মত দুলাল ড্রাইভারের ঘরে টেলিভিশন দেখতে যায় এসময় ঘরে অন্য কেউ উপস্থিত না থাকার সুযোগে বাড়ির মালিক দুলাল ড্রাইভার (৪৭) ভিকটিমকে জোরপূর্বক তার শয়ান কক্ষে নিয়ে যায় এবং এই অপকর্মে লিপ্ত হয়। যার প্রত্যক্ষ সাক্ষী সাথে থাকা অপর শিশুটির জবানবন্দি থেকে বিস্তারিত জানা যায়।
ভিকটিমের মামা আকাশ জানান শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
তিনি আমাদের ফেনীর খবর প্রতিনিধিকে আরো জানান অদৃশ্য কোন করনে উপযুক্ত চিকিৎসা সেবায় হাসপাতালের ডাক্তার এবং নার্সরা যথাযথ সহযোগিতা করছেন না।
ভিকটিমের পিতা মো: আরিফের গ্রামের বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রাম চাঁদপুর বলে যানা যায়।
কর্মের সুবাদে দীর্ঘদিন থেকে আরিফ বারইয়ারহাট পৌরসভার ২ নাম্বর ওয়ার্ডের চিনকি আস্তানা এলাকায় শফী সওদাগর বাড়ির দুলাল ড্রাইভারের একটি ঘরে ভাড়াটিয়া হিসেবে ভাড়া থাকতো।
ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর এলাকার জনগণ বিক্ষোভ করেছেন এবং দ্রুত অভিযুক্ত আসামি দুলাল ড্রাইভারকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।
এরিমাঝে অভিযুক্ত দুলাল ড্রাইভারকে আজ দুপুর ১ টা ৫০ মিনিটে মুহুরী প্রজেক্ট এলাকা থেকে জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আটক করেছেন।