নিজস্ব প্রতিবেদক↓↓
জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশ (জিসিএফবি) এর ইফতার মাহফিল। বিতরণ করা হয় ইফতার ও ঈদ সামগ্রী।
আজ (২২.০৩.২০২৫) বিকালে জিসিএফবির কার্যালয়ে অসহায়, দুঃস্থ, সুবিধাবঞ্চিত ও এতিম হাফেজ এবং প্রবীণদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মানবিক এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ কাজী মোঃ ইস্রাফীলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক মুসা কাজেম স্বপন, সদস্য সচিব জাওয়াদ কামাল হোসেন, ইব্রাহীম খলিল, নুরের রহমান খান, অধ্যাপক আজিজুর রহমান মকসুদ, মিজানুর রহমান, শাহিনা জেসমিন, ইশরাত জাহান, চপলা এ পারভিন, পপি, রাবেয়া শামস স্বাতী, শাহিনুর সরকার, তুহিন আক্তার রুনা, আইনুল ইসলাম পলাশ, মোস্তাক আহম্মেদ, নূর এ আলম, নাসির চৌধুরী, ডাঃ মনিরুজ্জামান, শিরিনা পারভীন মিনা, পাভেল আহম্মেদ, সাবিনা ইয়াসমিন চায়না, সাইফুজ্জামান সুমন, অধ্যাপক ডাঃ ফরহাদ মন্জু, ডা:রিফাত জিয়া, ইউসুফ আলী, তালহা মোহাম্মদ শামীম, মেজর(অব:)রাতুল, সাখায়াৎ হোসেন বিশ্বাস, এড.শেখ আফরোজা আউয়াল, এড. শিমুল পারভীন, জাকির হোসেন, ওয়ালিদ জাকির, শম্পা ফারহানা, লাবণ্য সীমা, গুলশান আরা নীলা, জাহিদ হোসেন, ফরিদা খানম, ইমু গাজী, আসাদ ভূঁইয়া, এরশাদ হোসেন সোহাগ, মুজিব ভূঁইয়া, নজরুল ইসলাম দিদার, এড.ইউসুফ আলী, টিপু সুলতান, কুতুব উদ্দিন ঝিলানি, শাহাদাত হোসেন লিটন সহ প্রমুখ।
অনুষ্ঠানে সহযোগিতা ও উপস্থিত থেকে মানবিক কাজে নিজেদেরকে নিয়জিত রেখেছেন বলে সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদেরকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে পাশাপাশি আগামীতে মানবকল্যাণে সংগঠনের সকল কার্যক্রমে সকলের সহযোগিতা ও মুল্যবান পরামর্শ কামনা করে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ডাঃ কাজী মোঃ ইস্রাফীল।