স্টাফ রিপোর্টার:-
পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায়, যেমন ডি এম সাহেব নগর, মেলাঘর ও রাঙামাটিয়া, সংগঠনের সদস্যরা ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌছে দেন।
সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক জানান, দেশ এবং প্রবাসীদের আর্থিক সহযোগিতায় তারা এই কার্যক্রম পরিচালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক ফয়েজুল মাহি টিপু চৌধুরী এবং ইসলামি ব্যাংকের অফিসার জনাব এনামুল হক সহ অন্যান্যগণ।
এতে সার্বিক সহযোগিতায় ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং প্রেসিডিয়াম সদস্যরা, যেমন ফখরুল আজিম, সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাইদুল হক, অর্থ সম্পাদক মোহাম্মদ সুমন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খালেক, দপ্তর সম্পাদক জাফর আহম্মেদ, এবং ধর্ম বিষয়ক সম্পাদক সুমন।
ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইদুল হক জানান, তারা ২৬ হাজার টাকার অধিক ইফতার সামগ্রী বিতরণ করেছেন। পাশাপাশি, স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন বৃক্ষরোপণ কর্মসূচি ও সামাজিক উন্নয়নমূলক কাজ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতাও করে চলেছে।