ফেনী জেলা ডিবি পুলিশ কর্তৃক মাদক ১৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, দুই নারী আসামি গ্রেফতার।
চলমান ” ডেভিল হান্ট ” অভিযান চলাকালে ০৮/০৩/২০২৫ খ্রিঃ ০৪.০৫ ঘটিকায় সময় ফেনী সদর মডেল থানাধীন ফাজিলপুর নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে পাকা রাস্তার উপর ফেনী জেলার ডিবি পুলিশের একটি বিশেষ দল কক্সবাজার- ফেনী গামী একটি বাসে অভিযান করে ১৪০০ পিচ ইয়াবা সহ ২ নারী আসামি দের গ্রেফতার করেছে।
চলমান অভিযানে ফেনী জেলার পুলিশ সুপার, জনাব হাবিবুর রহমানের সার্বক্ষণিক নির্দেশনায়; অতিঃ পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস ), জনাব নোবেল চাকমার সার্বিক তত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)- র অফিসার-ইন-চার্জ, জনাব মর্ম সিংহ ত্রিপুরার প্রত্যক্ষ তদারকীতে ফেনী জেলার গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ০৮/০৩/২০২৫ খ্রিঃ ০৪.০৫ ঘটিকার সময় ফেনী সদর মডেল থানাধীন ফাজিলপুর নামক স্থানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে পাকা রাস্তার উপর চট্টগ্রাম হতে ঢাকা গামী শ্যামলী পরিবহন নামীয় বাসটিকে সংকেত দিয়ে থামায়।
উক্ত বাসের দুইজন মহিলা যাত্রী ১। হামিদা বেগম (২৬) , পিতা-মৃত নুর মোহাম্মদ, সাং-কলাতলী (চন্দ্রীমা মাঠ), ১২নং ওয়ার্ড, থানা-সদর, জেলা-কক্সবাজার, ২। হাজেরা বেগম (৫২), স্বামী- করিম উল্যাহ, সাং-কলাতলী (চন্দ্রীমা মাঠ), ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার দেরকে আটক করে মহিলা পুলিশ দ্বারা পুঙ্খানুপুঙ্খ ভাবে নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করেন ও তল্লাশী করেন। তল্লাশীর একপর্যায়ে উপস্থিত সাক্ষীগনের সম্মুখে আটককৃতদের নিকট হতে ৭০০ পিচ করে মোট ১৪০০ (এক হাজার চারশত) পিস কথিত মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। উক্ত মাদকের অবৈধ বাজার মূল্য আনুমানিক (চার লক্ষ বিশ হাজার) টাকা । ডিবি পুলিশ আলামত জব্দ করে আসামীদেরকে হেফাজতে নেন।
আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, উদ্ধারকৃত অবৈধ নেশাজাতীয় কথিত ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে কম দামে ক্রয় করে ফেনী এবং ঢাকায় সরবরাহ করার জন্য বহন করে নিয়ে যাচ্ছিল। এসআই (নিঃ) মোঃ নুর সোলেমান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে ফেনী মডেল থানার মামলা নং- ১৪ তারিখ- ৮/৩/২০২৫খ্রিঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিল ১০ (ক) মামলা রুজু হয়।
আসামিদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। মামলাটি ডিবি কর্তৃক তদন্তাধীন। মাদক চক্রের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলমান।